ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

দুই হাজারের নোট বদলের সময়সীমা বাড়ল 

প্রকাশিত: ২০:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৩

দুই হাজারের নোট বদলের সময়সীমা বাড়ল 

এরপর আর ব্যাংকে গিয়ে বদল করা সম্ভব হবে না।

দুই হাজার টাকার নোট নিয়ে বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপরে ২০০০ টাকার নোট বদলের সময়সীমা বাড়িয়ে আগামী ৭ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।

এ বিষয়ে সার্কুলার জারি করে জানানো হয়, আগামী ৭ অক্টোবরের মধ্যে যে কোনো নিকটস্থ ব্যাংকে গিয়ে এবার ২০০০ টাকার নোট বদল করে অন্য নোটে সম-পরিমাণ ভ্যালু নেওয়া যেতে পারে। তবে ৭ অক্টোবরের পর এই নোট আর ব্যাংকে গিয়ে বদল করা সম্ভব হবে না।

আরবিআই সার্কুলারে আরো জানিয়েছে, ২০০০ টাকার নোট আগের মতোই আইনি টেন্ডার থাকবে। এর স্পষ্ট অর্থ হলো এটি লেনদেনের জন্য ব্যবহার করা যেতে পারে। 

একইসঙ্গে রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত ২০০০ টাকার নোটের ৯৬ শতাংশ ফেরত এসেছে অর্থাৎ, সেগুলো সাধারণ মানুষের হাত থেকে ব্যাংকের কাছে ফিরে এসেছে।

মে মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ঘোষণা মোতাবেক দুই হাজার টাকার নোট বদলের বা জমা করার সময় ছিল আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত। আপাতত সেই মেয়াদকেই আরও সাত দিন বৃদ্ধি করে ৭ অক্টোবর করা হলো।

যদি কারো কাছে ৭ অক্টোবরের পরেও ২০০০ টাকার নোট থাকে, সেক্ষেত্রে সেগুলো আর ব্যাংকে জমা করা বা পরিবর্তন করা যাবে না। তখন আরবিআই -এর ১৯টি আঞ্চলিক অফিস থেকে এটি পরিবর্তন করতে হবে। কিন্তু একবারে ২০ হাজার টাকার বেশি ভ্যালুর নোট পরিবর্তন করা যাবে না। যার সহজ অর্থ হলো দুই হাজার টাকার মাত্র ১০টি নোট একবারে বদল করা যাবে।

প্রসঙ্গত, বাজারে ২০০০ টাকার নোট চালু করা হয়েছিল ২০১৬ সালের নভেম্বরে। পরে ২০১৮-১৯ সালে আরবিআই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছিল। খোলা বাজারেও ক্রমেই কমছিল ২০০০ টাকার নোটের প্রাপ্যতা।

এম হাসান

×