ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

‘পৃথিবীর সব দেশে শ্রমিকের সংখ্যা কমলেও বাংলাদেশের শ্রমিক বাড়ছে’

ইউএই থেকে

প্রকাশিত: ২২:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০২৩

‘পৃথিবীর সব দেশে শ্রমিকের সংখ্যা কমলেও বাংলাদেশের শ্রমিক বাড়ছে’

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেছেন, আফ্রিকার কিছু দেশ ছাড়া পৃথিবীর সব দেশেই শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের শ্রমশক্তি বাড়ছে। যা বাংলাদেশের জন্য বড় একটি পাওয়া। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) সেন্টার ফর এনআরবি কর্তৃক দুবাই রেডিসন ব্লু হোটেলে ‘সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখছে। তাই আপনারা দেশে প্রচুর রেমিটেন্স পাঠানোর পাশাপাশি বিনিয়োগ করুন।’

সেন্টার ফর এনআরবি চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। গেস্ট অফ অনার ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউএই  রাষ্ট্রদূত টু বাংলাদেশ মাহেরী সায়েদ, বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি  প্রকৌশলী মোয়াজ্জেম হোসাইন হোসেন। 

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- মোহাম্মদ সানোয়ার চৌধুরী, ড. এইচএম আসাদ উল্লাহ চৌধুরী, সিআইপি মোহাম্মদ মাহাবুবুল আলম মানিক, মো. আব্দুল আলিম, মো. আবু বক্কর (ইন্ডিয়া), আবু হেনা চৌধুরী, সাইফুর রহমান, প্রকৌশলী সরফরাজ, মিসেস আবিদা হোসেন, শাহাদাত হোসেন, এমডি আলম প্রমুখ। 

এম হাসান

×