ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

ফ্রান্সে সস্ত্রীক হেনস্তার শিকার বাজওয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৩, ৭ জুন ২০২৩

ফ্রান্সে সস্ত্রীক হেনস্তার শিকার বাজওয়া

কামার জাভেদ বাজওয়া

পাকিস্তানের সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া বিদেশভ্রমণে গিয়ে সস্ত্রীক হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি তার সঙ্গে দুর্ব্যবহার করছেন। ধারণা করা হচ্ছে, উত্তেজিত ওই ব্যক্তি আফগান নাগরিক।
ভিডিওতে দেখা গেছে, বাজওয়া দম্পতি সিঁড়িতে বসে আছেন এবং মুঠোফোন ব্যবহার করছেন। হঠাৎ সেখানে অজ্ঞাতনামা এক ব্যক্তি হাজির হয়ে পাকিস্তানের সাবেক সেনাপ্রধানকে নিজ দেশের ভাষায় গালাগাল করতে শুরু করেন। তবে উত্তেজিত ওই ব্যক্তির আক্রমণাত্মক আচরণ এবং কটূক্তির পরও পাকিস্তানের সাবেক সেনাপ্রধানকে শান্ত থাকতে দেখা গেছে। -দ্যা নিউজ

×