ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

লুলার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ৩১ মে ২০২৩

লুলার প্রস্তাব

লুলা দ্য সিলভা

লাতিন আমেরিকার ১২টি দেশকে নিয়ে এক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে ব্রাজিল। সেখানেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা গোটা দক্ষিণ আমেরিকায় বাণিজ্যের জন্য নতুন মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছেন। অন্য দেশগুলোও তার প্রস্তাবে সমর্থন দিয়েছে। নাম না করে ডলার বন্ধের কথা বলেছেন লুলা। তিনি বলেন, ‘দক্ষিণ আমেরিকার ভেতর বাণিজ্যের ক্ষেত্রে আমাদের বিদেশী মুদ্রার ওপর নির্ভর করতে হয়। তার বদলে আমরা নিজেদের একটি মুদ্রা তৈরি করতে পারি।’ -ডয়েচে ভেলে

×