ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন ট্রাম্প

প্রকাশিত: ১০:৩৮, ১৬ নভেম্বর ২০২২

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিক এ ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে আবার মহান ও গৌরবময় করার জন্য আমি আজ প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি। আমি দৌড়াচ্ছি কারণ, আমি বিশ্বাস করি যে এই জাতি তার আসল গৌরব বিশ্ব এখনও দেখেনি। আমরা আবার আমেরিকাকে প্রথমে রাখব।

প্রার্থিতা ঘোষণার সময় তিনি বলেন, এখন থেকে ২০২৪ সালে নির্বাচনের দিন পর্যন্ত... আমি এমনভাবে লড়বো, যেভাবে কেউ কখনো লড়েনি। আমরা কট্টর বামপন্থি ডেমোক্র্যাটদের পরাজিত করবো, যারা আমাদের দেশকে ভেতর থেকে ধ্বংসের চেষ্টা করছে।

রিপাবলিকান দল থেকে প্রার্থী হয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে তার প্রতিপক্ষ ছিলেন ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন। নির্বাচনে বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প।

সূত্র: আল-জাজিরা

এমএইচ

×