
.
মাথা ঘুরিয়ে দেয়া ঝালের জন্য বিখ্যাত দক্ষিণ এশিয়ার নাগা মরিচ বা বোম্বাই মরিচ। ভয়ঙ্কর স্বাদের কারণে এটিকে ‘ঘোস্ট পিপার’ বা ভূত মরিচ বলে ডাকে পশ্চিমারা। সম্প্রতি এক মিনিটে ১৭টি বোম্বাই মরিচ খেয়ে গিনেজ বুকে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের গ্রেগরি ফস্টার। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড (জিডব্লিউআর) জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ফস্টার ২০২১ সালের নবেম্বরে এক মিনিটে ১৭টি বোম্বাই মরিচ খেয়ে রেকর্ড গড়েছিলেন। তবে তার স্বীকৃতি মিলেছে গত সোমবার। -এনডিটিভি