ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

চীন সফরে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা

প্রকাশিত: ২৩:৩১, ২৫ মার্চ ২০১৯

চীন সফরে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা

অনলাইন ডেস্ক ॥ চীন সফরে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে তার এ সফর। খবর রয়টার্সের। এমন একটা সময় চীন সফরে যাচ্ছেন জাসিন্ডা যখন গোটা বিশ্ব তার প্রশংসায় মুখ। ক্রাইস্টচার্চ শহরে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হওয়ার পর তার ভূমিকায় বিশ্বব্যাপী প্রশংসিত তিনি। সোমবার জাসিন্ডা নিজেই চীন ভ্রমণের কথা আনুষ্ঠানিকভাবে জানান। আগামী রবিবার তিনি চীন সফর করবেন বলে জানিয়েছেন। যদিও গত বছরের শেষের দিকে তিনি চীন সফরের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে কখন সফরে যাবেন তা জানাননি।
×