ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০, চলছেই যুদ্ধবিরতির আলোচনা

প্রকাশিত: ১৯:৪০, ১৪ মে ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০, চলছেই যুদ্ধবিরতির আলোচনা

ছবি আলজাজিরা

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে আল জাজিরাকে জানিয়েছে চিকিৎসা সূত্র। কাতারে হামাস ও ইসরায়েলের মধ্যকার পরোক্ষ যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেই এই প্রাণঘাতী হামলা চালানো হয়।

চিকিৎসা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বুধবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় শুধু উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরেই অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিস শহরে নিহত হয়েছেন আরও ১০ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাবালিয়া ও আশপাশের এলাকায় নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়। collapsed ভবনের নিচে আটকে পড়া শিশুদের লাশ উদ্ধার করছেন উদ্ধারকারীরা। মোবাইল ফোনের আলো ব্যবহার করে তাঁরা কংক্রিটের নিচে হাতুড়ি দিয়ে খুঁড়ে মৃতদেহ বের করছেন।

আল জাজিরার গাজা প্রতিনিধি তারেক আবু আজ্জুম বলেন, “ইসরায়েল একটি ধারাবাহিক ও তীব্রতর বোমাবর্ষণ অভিযান চালাচ্ছে, যার লক্ষ্য মূলত আবাসিক এলাকা। এতে মানুষ বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে অস্থায়ী তাবুতে যেতে বাধ্য হচ্ছে। এর মাধ্যমে উত্তর গাজা থেকে তাদের স্থানচ্যুত করার পরিকল্পনা বাস্তবায়নের পথ প্রশস্ত হচ্ছে।”

এই বাস্তবতা শিশু ও সাধারণ মানুষদের ওপর কী ভয়াবহ মানবিক চাপ সৃষ্টি করছে, তা আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

এই হামলার সময়ই ইসরায়েলি একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় অবস্থান করছিল, যেখানে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে পরোক্ষ যুদ্ধবিরতির আলোচনা চলছে। আলোচনার একদিন আগেই ইসরায়েলি-আমেরিকান বন্দি ইদান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছিল হামাস, যার ফলে অল্প সময়ের জন্য ইসরায়েল বোমাবর্ষণ বন্ধ রেখেছিল।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতির কোনো চুক্তি হলেও গাজায় সামরিক অভিযান পুরোপুরি থামবে না।

এসএফ

×