ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ওমানে বৈশাখী মেলার আয়োজন করছেন প্রবাসীরা

প্রকাশিত: ১৭:১৮, ১৬ এপ্রিল ২০২৪

ওমানে বৈশাখী মেলার আয়োজন করছেন প্রবাসীরা

প্রস্তুতি সভা।

ওমানে বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে আগামী শুক্রবার (১৯ এপ্রিল) পাঁচ তারকা বিশিষ্ট আল নাহাদা রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈশাখী মেলা। 

বিদেশের মাটিতে ওমানে এই বৈশাখি মেলাই প্রমাণ করবে দেশীয় সংস্কৃতি বিকাশে প্রবাসীরা কতটা আন্তরিক।

সম্প্রতি সোশ্যাল ক্লাবের কনফারেন্স হলে ক্লাবের চেয়ারম্যানের সভাপতিত্বে ক্লাবের নির্বাহী সদস্য ও কমিউনিটি নেতাদের সঙ্গে এক পরামর্শ সভার আয়োজন করা হয়। 

এই মেলায় থাকবে দেশের প্রতিটি অঞ্চলের খাবারের দোকান। ইতোমধ্যে স্টল বুকিং দিয়েছে ব্রান্ডেড কয়েকটি রেস্টুরেন্ট। যেখানে পাওয়া যাবে কম খরচে প্রতিটি অঞ্চলের ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার। 

আরও থাকছে অগণিত দেশীয় পণ্যের সমাহার। অল্প সংখ্যক স্টল খালি আছে, যা আগে এলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ চলছে।

ক্লাবের সাধারণ সম্পাদকের সঞ্চালনায় এতে ক্লাবের সকল নির্বাহী সদস্য ও কমিউনিটি নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নোমান, ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, এ আর সবুজ শিকদার, নূর হোসেন তালুকদার, ইয়াসিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান, কাজী রাশেদ, শাহাবুদ্দিন,রোকনউদ্দিন ও তহিদুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

এসআর

×