ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

অস্তিত্ব হুমকিতে পড়লে পরমাণু সীমা অতিক্রম করা হবে ॥ মেদভেদেভ

তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৭, ৩ নভেম্বর ২০২৪; আপডেট: ২১:৩৮, ৩ নভেম্বর ২০২৪

তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার

দিমিত্রি মেদভেদেভ

তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে রাশিয়ার দেওয়া পরমাণু সতর্কতাকে গুরুতর হিসেবে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। রবিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে এই সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার বর্তমান নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ এই কর্মকর্তা। খবর রয়টার্সের।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি মনে করে যে অস্তিত্ব হুমকির মুখে পড়লেও মস্কো পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য সেটি ভুল হবে বলে সতর্ক করে দিয়েছেন দিমিত্রি মেদভেদেভ। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন দিমিত্রি মেদভেদেভ। বর্তমানে দেশটির শক্তিশালী সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রও মেদভেদেভ।

তিনি বলেছেন, শীর্ষ মার্কিন কর্মকর্তারা তৃতীয় বিশ্বযুদ্ধ চান না। তবে কিছু কারণে তারা বিশ্বাস করেন, রুশরা কখনই চূড়ান্ত সীমা অতিক্রম করবে না। দেশটির সংবাদমাধ্যম আরটিকে দেওয়া সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, তারা ভুল করছেন। তিনি বলেন, মস্কো বিশ্বাস করে বর্তমান মার্কিন ও ইউরোপীয় রাজনৈতিক দলগুলোতে প্রয়াত হেনরি কিসিঞ্জারের দেখানো দূরদর্শিতা এবং সূক্ষ্ম চিন্তা-ভাবনার অভাব রয়েছে। রুশ কর্মকর্তাদের মতে, ইউক্রেনে আড়াই বছর ধরে চলা যুদ্ধ বর্তমানে সবচেয়ে বিপজ্জনক স্তরে প্রবেশ করেছে।

কারণ রাশিয়ার সামরিক বাহিনী পূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং পশ্চিম ইউক্রেনে প্রবেশের বিষয়টি বিবেচনা করছে। ইউক্রেনের প্রাণকেন্দ্রে কীভাবে পৌঁছানো যায় রুশ বাহিনী সেটি নিয়ে চিন্তা-ভাবনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে রাশিয়ার গভীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সাহায্য করলে মস্কো প্রতিক্রিয়া দেখাবে বলে গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমকে ইঙ্গিত দিয়ে আসছে রাশিয়া। এদিকে উত্তর কোরিয়া পশ্চিম রাশিয়ায় ১০ হাজার সৈন্য পাঠিয়েছে বলে জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

রুশ কর্মকর্তারা বলছেন, ইউরোপীয় নিরাপত্তা ও ইউক্রেনে যুদ্ধের বিষয়ে মস্কো যে সংকেত পাঠিয়েছে তা বুঝতে ব্যর্থ হয়েছেন পশ্চিমা বিশ্বের নেতারা। মার্কিন কূটনীতিকরা বলছেন, স্নায়ুযুদ্ধের পর বর্তমানে রাশিয়ার সঙ্গে সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতির মাঝে রয়েছে। যদিও ওয়াশিংটন বলছে, তারা ইউক্রেন যুদ্ধের সম্প্রসারণ চায় না।

এদিকে বলিভিয়ায় নির্মীয়মাণ একটি গবেষণা রিয়্যাক্টরে প্রারম্ভিক লোডিংয়ের জন্য পরমাণু জ্বালানি প্রস্তুত সম্পন্ন করেছে রাশিয়ার রসাটমের জ্বালানি বিভাগের অধীন প্রতিষ্ঠান নভোসিবিয়েরস্ক কেমিক্যাল কন্সেন্ট্রোস প্ল্যান্ট। ইতোমধ্যে জ্বালানিগুলো সফলভাবে এক্সেপটেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আগামীতে তা কোনো এক সময় বলিভিয়ায় পাঠানো হবে।

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে