ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মার্চে প্রেসিডেন্ট নির্বাচন

২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৩, ৭ ডিসেম্বর ২০২৩

২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন পুতিন

ভ্লাদিমির পুতিন

আগামী বছরের ১৭ মার্চ রাশিয়ায় অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির ফেডারেশন কাউন্সিল নির্বাচনের তারিখ নিশ্চিত করেছে। এর মাধ্যমে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হয়ে ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। ৭১ বছর বয়সী পুতিন এখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেননি। তবে বার্তা সংস্থা এপি জানিয়েছে, নির্বাচনের তারিখ ঠিক হওয়ায় আগামী কয়েক দিনের মধ্যে এ ঘোষণা দেবেন তিনি।
রাশিয়ার নির্বাচন ব্যবস্থার ওপর প্রেসিডেন্ট পুতিনের শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে। ফলে পুতিন আবারও ক্ষমতায় আসছেন এ বিষয়টি মোটামুটি নিশ্চিত। দেশটিতে যেসব বিরোধীদলীয় নেতা রয়েছেন তাদের বেশিরভাগই জেলে অথবা বিদেশে পালিয়ে আছেন এবং রাশিয়ার সবচেয়ে স্বাধীন গণমাধ্যমটিও নিষিদ্ধ করা হয়েছে।
সংবিধানে আমূল পরিবর্তন আনার কারণে, এবারের মেয়াদ শেষ হওয়ার পর পুতিন চাইলে আরও দুইবার প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন। অর্থাৎ তিনি চাইলে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন।
রুশ সংবাদমাধ্যম তাস নিউজের তথ্য অনুযায়ী, রাশিয়ার সংসদের উচ্চকক্ষ সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে। এর পক্ষে ভোট দিয়েছেন ১৬২ জন সিনেটর।

×