
ইলন মাস্ক
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে টুইটারে একটি শান্তি পরিকল্পনা প্রকাশ করেছেন। সে প্রস্তাবের ব্যাপারে মানুষের মতামত জানতে একটি জরিপও চালাচ্ছেন তিনি। এদিকে ইলন মাস্কের এ উদ্যোগের নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইটারে পাল্টা একটি জনমত জরিপ চালাচ্ছেন। ইলন মাস্ক প্রস্তাব করেছেন, গত সপ্তাহে ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করতে রাশিয়া গণভোট করেছে, সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে। -বিবিসি