স্কুল
নেশা করে স্কুলে এসে মারধর করে দুই ছাত্রের কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভারতের জলপাইগুড়ির ময়নাগুড়ি ভোটপট্টি আরআর প্রাথমিক স্কুলের ঘটনা।
অভিভাবকরা জানান, আজ মঙ্গলবার সকালে স্কুলে মারামারি করছিল দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির দুই ছাত্র। তাদেরকে বেধড়ক মারেন শিক্ষক সজল দেব। মারের চোটে দুই ছাত্রেরই কান থেকে রক্ত বেরোতে থাকে। খবর পেয়ে দুই ছাত্রকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন অভিভাবকরা।
আহত দুই ছাত্রের অভিভাবকদের অভিযোগ, সজলবাবু মত্ত অবস্থায় স্কুলে এসে ছাত্রদের প্রচণ্ড মারধর করেন। তার মারধরের ভয়ে ছেলে স্কুলে যেতে চায় না। তবু আমরা বুঝিয়ে পাঠাই। কিন্তু উনি যে মেরে কান ফাটিয়ে দেবেন তা বুঝতে পারিনি। অবিলম্বে ওই শিক্ষকের অপসারণ চাই।
বিষয়টি স্কুল পরিদর্শক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, দুই ছাত্র বিপদ মুক্ত। তবে কানে গুরুতর আঘাত লেগেছে। এছাড়া অভিযুক্ত শিক্ষকের সন্ধান পাওয়া যায়নি।
এমএইচ