ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

বাবা পাকিস্তানি মা বাংলাদেশের, ছেলের নাম ‘ইন্ডিয়া’

প্রকাশিত: ১৪:০৯, ৩০ জানুয়ারি ২০২৩; আপডেট: ১৪:১১, ৩০ জানুয়ারি ২০২৩

বাবা পাকিস্তানি মা বাংলাদেশের, ছেলের নাম ‘ইন্ডিয়া’

বাবা ও মায়ের সঙ্গে ছেলে ‘ইন্ডিয়া’

সন্তান আসছে শোনার পর থেকেই মনে মনে তার নাম বাছাই করা শুরু করেন বেশির ভাগ দম্পতি। ছেলে বা মেয়ে হোক, নাম হতে হবে অভিনব ও আলাদা বিশেষত্ব, এমনটাই আশা সকলেরই। এবার সন্তানের নাম তেমনই এক অভিনব নাম রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই ফেলে দিয়েছে ফেলে দিয়েছেন ওমার এশা। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের একটি ছবিসহ পোস্ট দিয়ে বিষয়টি জানান ওমার এশা। 
তিনি পেশায় গায়ক। জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক ওমার এবং বাংলাদেশের নাগরিক তার স্ত্রী। আর তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন ‘ইন্ডিয়া’। মূল নাম ইব্রাহিম হলেও ‘ইন্ডিয়া’। কিন্তু এমন নাম রাখার পেছনে  রয়েছে এক গূঢ় কারণ।ফেসবুক পোস্টে ওমার বলেন, ‘জন্মের পর থেকে আর পাঁচটা অভিভাবকের মতো ছেলেকে আমাদের দু’জনের মাঝে শোয়ানোর অভ্যাস করিয়েছিলেন স্ত্রী। সেই থেকে আমাদের মাঝে প্রাচীরের মতো রয়ে গিয়েছে সে। নিজের ঘর থাকা সত্ত্বেও সে আমাদের মাঝে এ ভাবে বিভেদ সৃষ্টি করে চলেছে। তাই পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুই দেশের মধ্যখানে ছেলে ‘ইন্ডিয়া’র অবস্থান রীতিমতো সমস্যা তৈরি করছে।’

তিনি বলেন, ‘আমাদের মতো ঐতিহাসিক ভুল যারা করে ফেলেছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল। ভবিষ্যতে এমন ভুল করার আগে দু’বার ভাববেন।’ তার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে।

এমএইচ

শীর্ষ সংবাদ:

বিধ্বংসী বোলিংয়ে ৭৭ রানে জয় পেল বাংলাদেশ
নাগরিকের ঠিকানায় খতিয়ান-ম্যাপ পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ :প্রধানমন্ত্রী
পদ্মা সেতু দিয়ে মোটর সাইকেল চলতে চার সপ্তাহ অপেক্ষা
ঈদ উপলক্ষে ৯ এপ্রিল বাজারে আসছে নতুন নোট
বুধবারের মধ্যে ইবির তিন অভিযুক্ত ছাত্রীদের কে জবাব দেওয়ার নির্দেশ
পিরোজপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ডিবি ওসিসহ আহত ৪
দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ: বিবিএস
জামিন পেলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী
মুক্তিযুদ্ধের সংগঠক নূরে আলম সিদ্দিকী আর নেই
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে মাত্র ‘২৪ ঘণ্টা’লাগবে: ট্রাম্প
মেক্সিকোর অভিবাসী কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৪০