ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
প্রেসিডেন্ট নির্বাচনে অ্যারিজোনা ছাড়াও মিশিগান, পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, উইসকনসিন এবং নেভাডা রাজ্যে জয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৯ নভেম্বর) এডিসন রিসার্চ এমন পূর্বাভাসই দিয়েছে। তিনি জানিয়েছেন,গুরুত্বপূর্ণ সাতটি রাজ্যেই জয়লাভ করেছেন ট্রাম্প।
হোয়াইট হাউসে বসতে ডোনাল্ড ট্রাম্পের ২৭০ ইলোকট্রোরাল কলেজ ভোট প্রয়োজন। সেখানে ৩১২ ভোট পেয়েছেন ট্রাম্প একাই। প্রতিপক্ষ কমলা হ্যারিস পেয়েছেন ২২৬ ভোট।
এর আগে, ২০২০ সালে সাতটি সুইং স্টেটের মধ্যে ছয়টিতে জয়ী হয়ে ট্রাম্পকে পরাজিত করেছিলেন জো বাইডেন। ওই সময় ট্রাম্প ২৩২ ভোটের মধ্যে ট্রাম্প পেয়েছিলেন ৩০৬ ভোট। ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ৩০৬ জিতেছিলেন ট্রাম্প।
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, দেশব্যাপী ট্রাম্প ৫০.৫ শতাংশ ভোট পেয়েছেন। এছাড়া কমলা হ্যারিস পেয়েছেন ৪৮ শতাংশ ভোট।
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনালড ট্রাম্প। একই দিন শপথ নেবেন তার ভাইস প্রেসিডেন্ট মার্কিন সিনেটর জেডি ভ্যান্সও।
সূত্র: রয়টার্স।
এসআর