ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জর্জিয়ায় জয়, সিনেটে বাইডেনের নিয়ন্ত্রণ সংহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২২, ৭ ডিসেম্বর ২০২২

জর্জিয়ায় জয়, সিনেটে বাইডেনের নিয়ন্ত্রণ সংহত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাফায়েল ওয়ারনককে ফোন দিয়ে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানান

মার্কিন সিনেটের জর্জিয়া আসনের রান-অফ ভোটে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ারনক, এর ফলে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চ কক্ষে তার দলের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে। মঙ্গলবারের ভোটের এই ফলাফলে সিনেটের ১০০ আসনের মধ্যে ৫১টি নিয়ে আধিপত্য প্রতিষ্ঠা করল ডেমোক্র্যাটরা, আর ৪৯টি নিয়ে কিছুটা পিছিয়ে পড়ল রিপাবলিকানরা। বিজয়ী ব্যাপটিস্ট যাজক ওয়ারনকের সঙ্গে রিপাবলিকান প্রার্থী সাবেক আমেরিকান ফুটবল তারকা হার্শেল ওয়াকারের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।  প্রেসিডেন্ট জো বাইডেন ওয়ারনককে ফোন দিয়ে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। খবর ইয়াহু নিউজের।
প্রায় ৯৯ শতাংশ ভোট গণনার পর প্রদর্শিত ফলাফলে দেখা গেছে ওয়ারনক অল্প ব্যবধানে জয় পেয়েছেন। এডিসন রিসার্চের ভাষ্য অনুযায়ী, ওয়ারনক পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ ভোট আর ওয়াকার ৮৯ দশমিক ২ শতাংশ। এখন ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। জয়ের পর এক আবেগঘন ভাষণে ওয়ারনক খোদা, জর্জিয়ানদের ও তার পরিবারকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘জনগণ কথা বলেছে।’ অপরদিকে পরাজয় স্বীকার করে নিয়ে ওয়াকার বলেছেন, ‘আমি এখন কোনো অজুহাত দিতে যাচ্ছি না, কারণ আমাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।’

×