ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্যামন মাছ বাঁচাতে...

প্রকাশিত: ২০:৩৬, ২০ নভেম্বর ২০২২; আপডেট: ১১:২৪, ২১ নভেম্বর ২০২২

স্যামন মাছ বাঁচাতে...

.

বিপন্ন স্যামন মাছের আবাসস্থল ফেরাতে ক্যালিফোর্নিয়া-ওরেগন সীমান্তে ক্লামাথ নদীর চারটি বাঁধ অপসারণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএস ফেডারেল এনার্জি রেগুলেটরি কমিশন বাঁধগুলোর লাইসেন্স ফেরত ও অপসারণের অনুমোদন দিয়ে একটি আদেশ জারি করেছে।

রবিবার রয়টার্স জানিয়েছে, মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় বাঁধ অপসারণের এই উদ্যোগে ক্লামাথ নদীর অবস্থার উন্নতি বা পুরনো চেহারা ফিরতে পারে। প্রশান্ত মহাসাগর থেকে এই নদীপথ ধরে উজানে এসে ডিম ছাড়ে সামুদ্রিক চিনুক স্যামন ও বিপন্ন ছোট স্যামন মাছ। -সিএনএন

×