ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

আফ্রিকার সবচেয়ে বড় কুমির! 

ইয়াহু নিউজ

প্রকাশিত: ০০:০৯, ৩ নভেম্বর ২০২৩

আফ্রিকার সবচেয়ে বড় কুমির! 

সবচেয়ে বড় কুমির! 

আফ্রিকান দেশ বুরুন্ডির রুসিজি নদীতে ১৯৮৭ সালে প্রথম গুস্তাভ নামক এক হিংস্র কুমির ধরা পড়ে। এর স্বভাব যেমন হিংস্র, আকারও তেমন দৈত্যের মতো। গুস্তাভ আফ্রিকার সবচেয়ে বড় সরীসৃপ প্রাণী। গুস্তাভ প্রায় ১০ ফুট ও ওজন ২০০০ পাউন্ড। কুমির বিশেষজ্ঞ প্যাট্রিস ২০০১ সালে তার নাম রাখেন গুস্তাফ। এক সৈন্য রুসিজি নদীতে স্নানের সময় আবিষ্কার করেন গুস্তাফকে। অনেক বছর ধরে প্যাট্রিস পর্যালোচনা করেন গুস্তাফের। অন্যরা মাছ, ছাগল খেয়ে ক্ষুধা নিবারণ করে। গুস্তাফ আরও এক ধাপ ওপরে, তার লক্ষ্যবস্তু মানুষ। বেশ কিছু কুমির বিশেষজ্ঞের মতে, শুধু মানুষ খায় বলে গুস্তাফের ওজন অনেক বেশি। রুমোঙ্গো ও মিনোগো এলাকায় দেখা যায় গুস্তাফকে।

কুমির বিশেষজ্ঞ প্যাট্রিস জানান, সবসময় গোটা শিকার খেয়ে ফেলে না গুস্তাফ, রেখে যায় নদীর পানিতে। প্যাট্রিস জানান, গুস্তাফকে ধরার জন্য সবাই পরাজয় বরণ করেছেন। প্যাট্রিস আঁটসাঁট বেঁধে নেমেছিলেন গুস্তাফকে ধরতে। গুস্তাফের এলাকায় ৩০ ফুট খাঁচা বানিয়ে তাতে ক্যামেরা বসিয়ে টানা দুইমাস চেষ্টা করে প্যাট্রিস ও তার দল। এমনকি শোনা যায় টোপ হিসেবে গুস্তাফের প্রিয় খাদ্য জীবন্ত মানুষও পর্যন্ত ব্যবহার করেছিলেন তারা। লোভের বশবর্তী হয়ে তাও ধরা দেয়নি গুস্তাফ। -ইয়াহু নিউজ

×