ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

একাকীত্ব থেকেও হতে পারে ডায়াবেটিস! 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:২৯, ১৯ জুলাই ২০২৫

একাকীত্ব থেকেও হতে পারে ডায়াবেটিস! 

ছবি: সংগৃহীত

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এন্ডো ২০২৫ (এন্ডোক্রাইন সোসাইটির বার্ষিক সম্মেলন)-এ এক নতুন গবেষণায় প্রকাশ পেয়েছে, একাকীত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা বৃদ্ধ বয়সে ডায়াবেটিস ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে ব্যর্থতার অন্যতম কারণ হতে পারে।

গবেষণার তথ্য অনুযায়ী, যারা সামাজিকভাবে বিচ্ছিন্ন বা একাকী, তাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ৩৪ শতাংশ বেশি এবং রক্তে শর্করার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার সম্ভাবনা ৭৫ শতাংশ বেশি।

গবেষক দল যুক্তরাষ্ট্রের National Health and Nutrition Examination Survey (NHANES)-এর ২০০৩-২০০৮ সালের ডেটা বিশ্লেষণ করেন। মোট ৩,৮৩৩ জন প্রাপ্তবয়স্ক (৬০ থেকে ৮৪ বছর বয়সী) ব্যক্তির তথ্য বিশ্লেষণ করে এই চমকপ্রদ সম্পর্ক বেরিয়ে আসে, যা প্রায় ৩৮ মিলিয়ন মার্কিন বয়স্ক জনগণের প্রতিনিধিত্ব করে।

করোনাকাল পরবর্তী সময়ে সামাজিক বিচ্ছিন্নতা এবং একাকীত্ব একটি জটিল স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হয়েছে। গবেষক ডা. সামিয়া খান (Keck School of Medicine, USC) বলেন, "একাকীত্ব শুধু মানসিক নয়, শারীরিক দিক থেকেও বিপজ্জনক হতে পারে। বিশেষ করে, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো নীরব ঘাতক রোগগুলোর সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে।"

ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ, যেখানে শরীর প্রয়োজনীয় ইনসুলিন তৈরি করতে পারে না বা তা সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়। এতে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, যা থেকে হৃদরোগ, কিডনি সমস্যা, চোখের জটিলতা ইত্যাদি দেখা দেয়।

এছাড়া উচ্চ রক্তচাপ বছরের পর বছর ধরা না পড়ে মারাত্মক রোগ ডেকে আনতে পারে।

আগে এমন গবেষণা হয়েছিল ঠিকই, কিন্তু এই গবেষণা হলো প্রথম যেটি জাতীয় পর্যায়ের বিশাল জনগোষ্ঠীর উপাত্ত ব্যবহার করে গ্লাইসেমিক কন্ট্রোল তথা রক্তে শর্করার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেছে।

গবেষকদের সুপারিশ অনুযায়ী, “চিকিৎসকদের উচিত সামাজিক বিচ্ছিন্নতাকে স্বাস্থ্যঝুঁকির একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করা।”

মুমু ২

×