
অ্যান্ড্রয়েড ১০ বা তার পরের ভার্সনে থাকা চুরি প্রতিরোধ ফিচারের পাশাপাশি, অ্যান্ড্রয়েড ১৫ ও ১৬ ভার্সনের ডিভাইসে আরও একটি নতুন সিকিউরিটি ব্যবস্থা যুক্ত হয়েছে— যার নাম Failed Authentication Lock।
এই ফিচার ডিফল্টভাবে চালু থাকে এবং কোনো অ্যাপ বা অপারেটিং সিস্টেমের ফিচারে একাধিকবার ভুল লগইন করার চেষ্টা ধরা পড়লে পুরো ডিভাইস লক করে দেয়। ফোন চুরি হলে, এটি ডিভাইস ও তথ্য রক্ষায় কার্যকর। তবে যারা নিয়মিত নিজের পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড ভুলে যান, তাদের জন্য এই ফিচারটি সমস্যার কারণ হতে পারে।
এমন ব্যবহারকারীদের জন্য গুগল হয়তো শিগগিরই একটি সমাধান নিয়ে আসতে পারে।
এই মুহূর্তে ব্যবহারকারীরা Failed Authentication Lock ফিচারটি বন্ধ করতে পারেন না। এমনকি অন্য সব চুরি প্রতিরোধ ফিচার বন্ধ থাকলেও, এটি কার্যকর থাকে। তবে Google Play Services-এর সাম্প্রতিক সংস্করণ (ভার্সন ২৫.২৮.৩১ বিটা)-তে পাওয়া কিছু নতুন স্ট্রিং বা কোড ইঙ্গিত করছে, গুগল এই ফিচারটি বন্ধ করার একটি অপশন আনার কথা ভাবছে।
নতুন ওই স্ট্রিং অনুযায়ী, থেফট প্রটেকশন সেটিংসে ‘Failed Authentication Lock’ নামের একটি নতুন অপশন আসতে পারে, যার পাশে থাকবে একটি টগল বাটন— যার মাধ্যমে ব্যবহারকারী এটি বন্ধ করতে পারবেন। তবে ফিচারটি বন্ধ করতে একধরনের অথেন্টিকেশন বা পরিচয় নিশ্চিতকরণ লাগবে, ঠিক যেমন অন্য সুরক্ষা ফিচারগুলোতে দেখা যায়।
তবে এখন পর্যন্ত বিটা সংস্করণে এই অপশনটি অ্যাক্টিভ নয় এবং সেটিংসে ম্যানুয়ালি খুঁজেও পাওয়া যাচ্ছে না। বোঝা যাচ্ছে, এটি এখনো প্রাথমিক উন্নয়ন পর্যায়ে রয়েছে।
সানজানা