ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

ডেঙ্গুতে মৃত্যু যেন থামছেই না

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

প্রকাশিত: ১৭:৪০, ১২ নভেম্বর ২০২৪

ডেঙ্গুতে মৃত্যু যেন থামছেই না

ডেঙ্গুতে মৃত্যু।

চট্টগ্রামে ডেঙ্গুতে  ১১দিনে ৮ জনের মৃত্যু  হয়েছে এরমধ্যে সর্বশেষ সোমবার এক নারীর মৃত্যু হয়। মশাবাহিত রোগ ডেঙ্গুতে এবছর ৩৩ জনের মৃত্যু হয়। মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়,  গেল ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আর সোমবার আনতাহেরা (৬০) নামের ডেঙ্গু আক্রান্ত ওই নারী চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। তার বাড়ি কক্সবাজারের পেকুয়ায়।

চিকিৎসকরা  আনতাহেরা ডেঙ্গু শক সিনড্রোম এবং কার্ডিওজেনেটিক শকে মৃত্যুবরণ করেছেন বলে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানায়।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এ নিয়ে চলতি নভেম্বর মাসে ডেঙ্গু জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। আর এ মাসের ১১ দিনে শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৫১৩ জন। এরমধ্যে নগরীর বাসিন্দা ৩৫৬ জন আর বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

উল্লেখ্য, গত অক্টোবর মাসে ডেঙ্গুতে জেলায় ৯ জন এবং সেপ্টেম্বরে ১১ জন মারা গিয়েছিল।  চলতি বছর এই পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জনই নারী, ১১ জন পুরুষ এবং ৪ জন শিশু। 

এ বছর এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪৮ জন। এরমধ্যে নগরীর বাসিন্দা ২ হাজার ২২৮ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১ হাজার ২২০ জন। 
উল্লেখ্য নগরীর সাতটি স্থানকে ডেঙ্গু সংক্রমণের জন্য অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে চট্টগ্রাম স্বাস্থ্যবিভাগ। লাল জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলো হলো- কোতোয়ালী, বাকলিয়া, বায়েজিদ, বন্দর, পাহাড়তলী, খুলশী ও চকবাজার।

রিয়াদ

×