ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

প্রকাশিত: ২১:৫৯, ১১ সেপ্টেম্বর ২০২৪

হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।।

হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শুধু ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে অর্ধশত রোগী। তাদেরকে দেখতে হাসপাতালটি পরিদর্শনে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ঢাকা মেডিকেলে যান৷ এসময় রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে তাদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোও প্রস্তুত রয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাদেরকে দ্রুত হাসপাতলে যাওয়ার পরামর্শ দেন তিনি।

এদিকে, হাসপাতালটির ডেঙ্গু ইউনিটের (পুরুষ) নার্সিং ইনচার্জ নাজনিন নাহার জানান, জুলাই মাসের ১৫ তারিখে নতুন করে ডেঙ্গু ইউনিট চালু করা হয় নতুন ভবনের ৪র্থ তলায়। এরপর থেকে আজ পর্যন্ত ৪২৮ জন ভর্তি থেকে চিকিৎসক নিয়েছেন। তবে এখানে শুধু পুরুষ রোগী। ডেঙ্গু ইউনিটে (পুরুষ) এখন ভর্তি রয়েছে ৩৮ জন। মারা গেছেন ১ জন। নারী রোগীরা মেডিসিন বিভাগে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন৷ ৮০২ ওয়ার্ড ৬ জন ও ৭০২ নম্বর ওয়ার্ডে ৩ জন নারী রোগী ভর্তি রয়েছেন।

তিনি আরও জানান, গত ৩ সপ্তাহ ধরে আক্রান্তের হার বাড়ছে৷ আর সবচেয়ে বেশী রোগী আসছে কামরাঙ্গীরচর, লালবাগ, মিরপুর, না গঞ্জ ও সাভার এলাকা থেকে।

বারাত

×