ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০

বাড়ল ডেঙ্গুর সংক্রমণ, একদিনে হাসপাতালে ভর্তি ৮০ জন

এমএইচ

প্রকাশিত: ১৬:৪৯, ২৭ মে ২০২৩

বাড়ল ডেঙ্গুর সংক্রমণ, একদিনে হাসপাতালে ভর্তি ৮০ জন

ডেঙ্গুর সংক্রমণ

দেশে ফের প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে ৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৩ জন ও ঢাকার বাইরে ৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৭৬ জন এবং অন্যান্য বিভাগে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত এক হাজার ৭০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ১১৯ জন এবং ঢাকার বাইরে ৫৮৫ জন।

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৪৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৯৩৩ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৫৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, আজ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনৈতিক শক্তি বাংলাদেশ
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ
বঙ্গভবনে প্রধান বিচারপতির শপথ ২৬ সেপ্টেম্বর
ইইউ পর্যবেক্ষক না আসলেও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রভাব পড়বে না:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাজেট স্বল্পতার কারণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ
কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল ভারত
মটর সাইকেলের পেছন থেকে পড়ে এটিওর মৃত্যু
আরো ৬ কোটি ডিম আমদানির অনুমোদন
নির্বাচনের তারিখ ঘোষণা করলো পাকিস্তান
বিমানে চড়ার ইচ্ছে পূরণ হলো শিশু জুনায়েদের
বদলে গেল ফেসবুকের লোগো
দেশে ৩৭৫ সিসি’র মোটরসাইকেল চলার অনুমোদন
রাজকে ৫ কারণে ডিভোর্স পরীমণির