
গণস্বাস্থ্য কেন্দ্র। ফাইল ফটো
কিডনি বিকল রোগীদের কষ্ট লাগবে রাতের শিফটে অল্প খরচে ডায়ালাইসিস সেবা চালু করছে গণস্বাস্থ্য কেন্দ্র।
বুধবার (২ ফেব্রুয়ারি) ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আগামী ৫ ফেব্রুয়ারি,রবিবার রাত হতে গণস্বাস্থ্য ধানমন্ডিস্থ নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে অল্প খরচে ৪র্থ সিফটে (রাত ৮ টা ৩০ মিনিট) ও ৫ম শিফট (রাত ২ টায়) রোগীদের জন্য প্রতি সেশনে নূন্যতম এক হাজার টাকায় ডায়ালাইসিস চালু করার সিন্ধান্ত নিয়েছে।
বার্তায় আরো জানানো হয় যে, সারাদেশে বিপর্যস্ত ডায়ালাইসিস ব্যবস্থা, গত
কয়েকদিন পত্র পত্রিকায় ও মিডিয়ায় চট্রগ্রাম ও ঢাকাতে রোগীদের কান্নাকাটি একটা অসহনীয় পরিস্থিতি প্রকাশিত হয়েছে।
এ অবস্থায় গণস্বাস্থ্য ধানমন্ডিস্থ নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে রোগীদের রাতে অল্প খরচে ৪র্থ ও ৫ম শিফটে ডায়ালাইসিস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ জন্য রোগীর প্রতি সেশনে শুধু ডায়ালাইসিসের জন্য এক হাজার টাকা খরচ পড়বে।
ডায়লাইসিসের বাহিরে অতিরিক্ত চিকিৎসা খরচ রোগীকে বহন করতে হবে। প্রতি
রাতে একশত রোগীকে এ সুবিধা দেওয়া যাবে।
বিশেষজ্ঞদের মাধ্যমে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অল্প খরচে সেরা বিভিন্ন চিকিৎসার সুব্যবস্থা আছে।
যোগাযোগ: ডায়ালাইসিস সেন্টার, গণস্বাস্থ্য নগর হাসপাতাল, বাড়ী ১৪/ই, রোড
৬, ধানমন্ডি ঢাকা, ১২০৫।
এসআর