ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গণস্বাস্থ্যে রাতের শিফটে অল্প খরচে ডায়ালাইসিস

প্রকাশিত: ২২:০৪, ২ ফেব্রুয়ারি ২০২৩

গণস্বাস্থ্যে রাতের শিফটে অল্প খরচে ডায়ালাইসিস

গণস্বাস্থ্য কেন্দ্র। ফাইল ফটো

কিডনি বিকল রোগীদের কষ্ট লাগবে রাতের শিফটে অল্প খরচে ডায়ালাইসিস সেবা চালু করছে গণস্বাস্থ্য কেন্দ্র।  

বুধবার (২ ফেব্রুয়ারি) ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আগামী ৫ ফেব্রুয়ারি,রবিবার রাত হতে গণস্বাস্থ্য ধানমন্ডিস্থ নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে অল্প খরচে ৪র্থ সিফটে  (রাত ৮ টা ৩০ মিনিট) ও  ৫ম শিফট (রাত ২ টায়) রোগীদের জন্য প্রতি সেশনে নূন্যতম এক হাজার টাকায় ডায়ালাইসিস চালু করার সিন্ধান্ত নিয়েছে।

বার্তায় আরো জানানো হয় যে, সারাদেশে বিপর্যস্ত ডায়ালাইসিস ব্যবস্থা, গত
কয়েকদিন পত্র পত্রিকায় ও মিডিয়ায় চট্রগ্রাম ও ঢাকাতে রোগীদের কান্নাকাটি একটা অসহনীয় পরিস্থিতি প্রকাশিত হয়েছে। 

এ অবস্থায় গণস্বাস্থ্য ধানমন্ডিস্থ নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে রোগীদের রাতে অল্প খরচে ৪র্থ ও ৫ম শিফটে ডায়ালাইসিস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ জন্য রোগীর প্রতি সেশনে শুধু ডায়ালাইসিসের জন্য এক হাজার টাকা খরচ পড়বে।
ডায়লাইসিসের বাহিরে অতিরিক্ত চিকিৎসা খরচ রোগীকে বহন করতে হবে। প্রতি
রাতে একশত রোগীকে এ সুবিধা দেওয়া যাবে।

বিশেষজ্ঞদের মাধ্যমে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অল্প খরচে সেরা বিভিন্ন চিকিৎসার সুব্যবস্থা আছে।

যোগাযোগ:  ডায়ালাইসিস সেন্টার, গণস্বাস্থ্য নগর হাসপাতাল, বাড়ী ১৪/ই, রোড
৬, ধানমন্ডি ঢাকা, ১২০৫। 

 

 এসআর

×