
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী।
গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় পাঁচ জন এবং ঢাকার বাইরে তিনজন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ৫২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪৬৯ জন। মারা গেছেন ৬ জন।
এমএম