ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

একদিনে করোনায় আক্রান্ত আরও ৭৩

প্রকাশিত: ২০:৩৯, ১৮ জুলাই ২০২৩

একদিনে করোনায় আক্রান্ত আরও ৭৩

ফাইল ছবি।

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৭৩ জন। এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে কারও প্রাণহানি হয়নি। ফলে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬৫ জনেই অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে দেশের সরকারি-বেসরকারি ৮৮৫টি ল্যাবে মোট এক হাজার ৬০৫টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে একই সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৭৩০ জনে।

গত একদিনে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা ৪ দশমিক ৫৫ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৯ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ ভাগ।

এদিকে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৮৭ জন। এ নিয়ে ভাইরাসটি থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১০ হাজার ৫৮১ জনে।

এমএম

×