ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬২০ 

প্রকাশিত: ১৬:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২২

দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬২০ 

করোনা সংক্রমণ

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৪৭ জনে।

এছাড়া নতুন করে ৬২০ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জনে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৩১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এর আগে গতকাল ২২ সেপ্টেম্বর দেশে করেনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৭৮ জন। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×