ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

শেষ হলো বাংলাদেশ-ভারত বাউল সংগীত উৎসব

নিজস্ব সংবাদদাতা, শেরপুর

প্রকাশিত: ২১:৩০, ২৩ মে ২০২৪

শেষ হলো বাংলাদেশ-ভারত বাউল সংগীত উৎসব

ফকির লালন সাঁইজির স্মরণে

‘মানুষের করণ সে কি সাধারণ, জানে কেবল রসিক যারা’ লালনের এ বাণীকে সামনে রেখে শেরপুরে শেষ হলো ৩ দিনব্যাপী বাউল সংগীত উৎসব। ২০ থেকে ২২ মে বুধবার রাত পর্যন্ত বিশ্ব লালন সংঘের আয়োজনে এবং ভারতীয় দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ-ভারত ৯ দিনব্যাপী বাউল সংগীত উৎসবের অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসব অনুষ্ঠিত হয়।

ফকির লালন সাঁইজির ২৫০ বছর আবির্ভাববর্ষ উপলক্ষে জাতীয় পর্যায়ে ফকির লালন সাঁইজির স্মরণে ওই সংগীত উৎসবে ভারতের পশ্চিমবাংলার বিভিন্ন জেলার এবং বাংলাদেশের বিভিন্ন জেলার বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উৎসবে শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলার লালন সংগীত শিল্পী এবং ভক্তকূল উপস্থিত ছিলেন।

উৎসবের শেষদিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু। ভারত এবং বাংলাদেশ থেকে আগত বাউল শিল্পীরা জানান, লালন ছিলেন সর্ব দর্শনের দর্শন। আর ভাবধারা ও দর্শন সারাবিশ্বের ছড়িয়ে দেওয়ার জন্যই এই আয়োজন।

×