ঐশীর সঙ্গে জনি
এবার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ফাতেমা তুয যাহরা ও জনি খানের কণ্ঠে ‘বেসামাল’ শিরোনামের একটি গানচিত্র। মাহতাব হোসেনের কথায় এটির সুর করেছেন জনি নিজেই। সংগীতপরিচালনা করেছেন মুশফিক লিটু। গানচিত্রে মডেল হয়েছেন সুমাইয়া। এটি নির্মাণ করেছেন রাহাত বাপ্পী। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে গানচিত্রটি প্রকাশ হয়েছে।
গানটি প্রসঙ্গে ঐশী বলেন, আমার গাওয়া বেশ কয়েক বছর আগের গান এটি। গানটি বেশ আনন্দ নিয়ে গেয়েছি। এক শ্রেণির দর্শকের এটা বেশ ভালো লাগবে বলে আমি মনে করছি। জনি খান বলেন, গানের সঙ্গে সমন্বয় করে আমরা একটা ভালো বাজেটের ভিডিও নির্মাণ করেছি। মুক্তির পর থেকেই সবার ভালো সাড়া পাচ্ছি।