ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক মঞ্চে চার শিল্পী

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৫, ২৯ মে ২০২৩

এক মঞ্চে চার শিল্পী

সুজিত মোস্তফা, শাহীন সামাদ, শহীদ কবির পলাশ ও মাহবুবা আকন্দ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাব। এতে সংগীত পরিবেশন করবেন দেশের প্রথিতযশা চার জন নজরুল সংগীতের শিল্পী। এরা হলেনÑ শিল্পী শাহীন সামাদ, সুজিত  মোস্তফা, শহীদ কবির পলাশ ও মাহবুবা আকন্দ। আয়োজন সূত্রে জানা যায়, মানবতা, বিদ্রোহ কিংবা প্রেম, বাঙালির হৃদয়ের নিখাদ সব অনুভূতিতে মিশে আছেন কাজী নজরুল ইসলাম। কদিন আগেই তার ১২৪তম জন্মদিন উদযাপিত হলো দেশজুড়ে। তবে কিছুটা বিলম্বে একটি বিশেষ আয়োজন করছে বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাব। ৩ জুন সন্ধ্যা ৭টায় ক্লাবটির পঞ্চম তলায়  জে আর সি মিলনায়তনে অনুষ্ঠিত হবে জাতীয় কবির স্মরণে সংগীত ও আবৃত্তি জলসা। 
অনুষ্ঠানের নির্দেশনা ও গ্রন্থ রচনায় স্থপতি শাকুর মজিদ। পাঠ ও আবৃতিতে থাকছেন প্রকৌশলী আব্দুল্লাহ আল আরিফ রানা ও স্থপতি নায়না তাবাসসুম। অনুষ্ঠানটি উপভোগ করতে হলে সংগ্রহ করতে হবে টিকিট। যেটার মূল্য ৫০০ টাকা। এর মধ্যে  নৈশভোজ সুবিধাও সংযুক্ত থাকছে।

×