ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গায়ক আকবরের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৪২, ২০ সেপ্টেম্বর ২০২২

গায়ক আকবরের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

আকবর

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে গান গেয়ে ব্যাপক পরিচিতি পাওয়া গায়ক আকবরের পায়ের গোড়ালিতে পচন ধরেছে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন তিনি। এজন্য ১৮ জন চিকিৎসক নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আকবরের পায়ের কিছু অংশ কেটে ফেলার বিষয়ে তার স্ত্রী কানিজ ফাতেমা বলেন, আপনারা সবাই আকবরকে ভালবাসেন আমি জানি। তার অসুস্থতার কথা শুনে আপনারা চিন্তিত হতেই পারেন এটা স্বাভাবিক। অনুরোধ, আমার সঙ্গে কথা না বলে কেউ ভুল তথ্য ছড়াবেন না। আমি বলেছি- পায়ে পচন ধরেছে।

হয়ত পা কেটে ফেলতে হবে। কিন্তু ডাক্তাররা চেষ্টা করছে পা যেন রাখা যায়। গায়কের স্ত্রী আরও বলেন, এখনও পা রেখেই প্রতিদিন সার্জারি হচ্ছে। এদিকে, বাবার ফেসবুক এ্যাকাউন্ট থেকে আকবরের মেয়ে অথৈ রাতে লেখেন, আব্বুর অবস্থা খুবই খারাপ। আব্বু খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ তুমি আমার আব্বুুকে মাফ করে দাও। আমার আব্বুকে সুস্থ করে দাও। আব্বুর কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। সবাই মন থেকে আব্বুর জন্য দোয়া করবেন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিক-কিডনি জটিলতাসহ নানা অসুখে ভুগছেন সঙ্গীতশিল্পী আকবর আলী গাজী। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

×