
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠিকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে জুহু পুলিশ। জানা গেছে, তিনি আলিয়ার ব্যক্তিগত ও কোম্পানির অ্যাকাউন্ট থেকে মোট ৭৬.৯ লাখ রুপি আত্মসাৎ করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বেদিকা শেঠি ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। এই সময়ে তিনি অভিনেত্রীর আর্থিক কাগজপত্র, পেমেন্ট এবং দৈনন্দিন সূচির দায়িত্বে ছিলেন। অভিযোগ, বেদিকা আলিয়ার স্বাক্ষর নকল করে এই বিপুল অঙ্কের টাকা প্রতারণার মাধ্যমে তুলে নিয়েছেন।
এ সংক্রান্ত একটি অভিযোগ কয়েক মাস আগে আলিয়ার মা ও প্রবীণ অভিনেত্রী সোনি রাজদান দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে প্রায় পাঁচ মাস অনুসন্ধানের পর বেদিকাকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে আদালত ১০ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
জুহু থানার পুলিশ জানিয়েছে, বেদিকার বিরুদ্ধে ভারতীয় বিচার সংহিতা (BNS)-এর ধারা ৩১৬(৪) ও ৩১৮(৪)-এর আওতায় মামলা করা হয়েছে। প্রতারণার পর তিনি আত্মগোপনে চলে যান এবং গ্রেপ্তার এড়াতে বারবার তার অবস্থান পরিবর্তন করছিলেন।
এ বিষয়ে এখনও পর্যন্ত আলিয়া ভাট কোনো প্রকাশ্য মন্তব্য করেননি।
এদিকে কাজের দিক থেকে আলিয়া বর্তমানে তার পরবর্তী ছবি ‘আলফা’ নিয়ে ব্যস্ত, যা যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন শরভরী ওয়াঘ। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর।
এর পাশাপাশি আলিয়া শিগগিরই তার স্বামী রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা ভন্সালীর নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ কাজ শুরু করবেন। এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে, কারণ দীর্ঘদিন পর আবার একসঙ্গে রূপালি পর্দায় দেখা যাবে রণবীর-আলিয়া জুটিকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এম.কে.