
‘দম’ সিনেমায় নিশো
একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তায় ভাসছেন আফরান নিশো। ‘সুড়ঙ্গ’ আর ‘দাগি’ সিনেমায় নিশোর অভিনয়ে মুগ্ধ দর্শক। সব শেষ ‘তা-ব’ সিনেমায় নিশোর ঝলক যেন দর্শক আগ্রহকে এক ধাপ এগিয়ে দিলো। এসব নিয়ে গুঞ্জন আর গুজবের যেন কমতি নেই। তবে সেসব ছাপিয়ে মঙ্গলবার মিলেছে আফরান নিশোর নতুন সিনেমার নিশ্চিত খবর। জানা গেছে, রেদওয়ান রনির নির্মাণ ঘোষিত সিনেমা ‘দম’-এ পাওয়া যাবে আফরান নিশোকে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। সত্য ঘটনার অনুপ্রেরণায় গড়ে উঠেছে ‘দম’ সিনেমার গল্প। ‘চোরাবালি’ খ্যাত নির্মাতা রেদওয়ান রনি বলেন, এটি একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। অনেক বছর ধরে এমন গল্পই খুঁজছিলাম, বিশেষত চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে যা শুধু আমাকে না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।
আফরান নিশো বলেন, এমন গল্পের সিনেমা দেশে হয়েছে বলে জানা নেই। এটি একটি সার্ভাইবাল ইনস্পিরেশনাল গল্পের সিনেমা হতে যাচ্ছে। এমন স্টোরি নিয়ে অভিনেতার রয়েছে বিশেষ দুর্বলতা। নিশোর মতে, এ ধরনের গল্পে একটা উত্তেজনা থাকে। এতে পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি।
দেশের মিডিয়াঙ্গনে আফরান নিশো-রেদওয়ান রনি দীর্ঘদিন ধরে কাজ করলেও, দুজনের একসঙ্গে এবারই প্রথম। আর প্রথম কাজটাই হতে যাচ্ছে সিনেমা দিয়ে। নিশো জানান, তিনি অপেক্ষা করছেন সিনেমাটির শূটিংয়ে যাওয়ার জন্য। কারণ সিনেমাটির অভিনয়ে রয়েছে অনেকগুলো লেয়ার। অভিনেতা বলেন, আমার অভিনীত ‘সুড়ঙ্গ’, ‘দাগি’ গল্প নির্ভর সিনেমা এবং পারফরমেন্স বেইজ, যেটা আমি মেইনটেইন করার চেষ্টা করি।