ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মায়ের মৃত্যুতে শোকাহত অনিল কাপুর, বলিউড শোকস্তব্ধ

প্রকাশিত: ২১:৫৮, ৩ মে ২০২৫

মায়ের মৃত্যুতে শোকাহত অনিল কাপুর, বলিউড শোকস্তব্ধ

বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর এবং চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের মা নির্মল কাপুর পরলোক গমন করেছেন। ২ মে, শুক্রবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই দুঃখজনক সংবাদটি প্রকাশিত হওয়ার পরই, বলিউডের তারকারা কাপুর পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান। তাদের মধ্যে ছিলেন করণ জোহর, ফারহা খান, রানি মুখোপাধ্যায়, রবিনা ট্যান্ডন, অনুপম খের, জাভেদ আখতার, রাজকুমার সন্তোষী এবং আরও অনেক খ্যাতনামা তারকা।

নির্মল কাপুর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। নির্মল কাপুরের বয়স ছিল ৯০ বছর।

শনিবার সকাল সাড়ে ১১টায় পবনহংস শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

 

রাজু

×