
ছবি: সংগৃহীত
কঙ্গনা রানাউত-এর ছবি 'এমারজেন্সি' বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে, যার কারণ হিসেবে ভারত-বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক সম্পর্ককে উল্লেখ করা হয়েছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে। ছবিটি ১৭ জানুয়ারি ভারতে মুক্তি পাওয়ার জন্য নির্ধারিত ছিল। এই ছবিটি ১৯৭৫ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কর্তৃক ঘোষিত জরুরি অবস্থার পটভূমিতে তৈরি, এবং এতে ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকাও চিত্রিত হয়েছে।
ভারতীয় গণমাধ্যেমের দাবি, বাংলাদেশে এমারজেন্সি ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত মূলত ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের কারণে। এটি ছবির বিষয়বস্তু থেকে বেশি সম্পর্কিত, বরং দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে।
বাংলাদেশে ভারতীয় ছবির মুক্তি নিয়ে এটাই প্রথম সমস্যা নয়, এর আগে 'পুশপা ২' ছবিটিও বাংলাদেশে মুক্তি পায়নি। তবে, 'ভুল ভুলাইয়া ৩' এবং 'স্ট্রী ২' ছবিগুলি বাংলাদেশে মুক্তি পেয়েছে।
প্রাথমিকভাবে, ছবিটি ৬ সেপ্টেম্বর ২০২৪ মুক্তির জন্য নির্ধারিত ছিল, কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) থেকে সাফ দাখিল ছাড়পত্র না পাওয়ায় এটি পিছিয়ে যায়। এরপর বিভিন্ন বিতর্কের কারণে ছবিটির মুক্তি আবারও বিলম্বিত হয়। তবে এখন ছবিটি ১৭ জানুয়ারি ভারতের সিনেমা হলে মুক্তি পাচ্ছে, কিন্তু বাংলাদেশে এর মুক্তির সম্ভাবনা নেই।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
নাহিদা