
অভিনেত্রী সুমাইয়া শিমু
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। দীর্ঘদিন ধরে অভিনয়ে নেই তিনি। মা হতে চলেছেন, খবরটি শোনার পর একেবারেই অভিনয় থেকে সরে যান তিনি। অনেকেই ভেবেছেন শিমু আর ফিরছেন না। সেই ভক্তদেরই দিয়ে হঠাৎ চমকে দিলেন অভিনেত্রী। শিমুর কথায়, ‘এভাবেই ফেরার অপেক্ষায় ছিলাম।’
যমজ সন্তানের মা হওয়ার পর একটু একটু করে নিজেকে গোছাতে থাকেন শিমু। ফেরাটা যেন হয় ফেরার মতো, সেটাই ছিল চাওয়া। মাথায় ঘুরছিল ওটিটিতে যুক্ত হওয়ার চিন্তা। কিন্তু চাইলেই তো কোনো চরিত্র, প্ল্যাটফর্ম পাওয়া সম্ভব নয়। তাই অপেক্ষায় ছিলেন। এরপরই যেন সুযোগ মিলে গেল। শিমু বলেন, ‘নুহাশ হুমায়ূনের ২ষ -এর আগের পর্বগুলো দেখা ছিল। দারুণ কাজ। সেই নুহাশের ইউনিট থেকেই একদিন সিকুয়েলের জন্য ফোন এলো। গল্প, চরিত্র এত ভালো লাগল যে মনে হলো, এভাবেই ফেরার অপেক্ষায় ছিলাম। নুহাশের পরিচালনায় প্রথম অভিনয়ে অভিজ্ঞতা অসাধারণ।’
ক্যারিয়ারে একবারই হুমায়ূন আহমেদের পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছিলেন শিমু, নাম ‘তৃতীয় নয়ন’। তবে হুমায়ূন আহমেদের বহু নাটক তার দেখা ছিল। সেখান থেকে হুমায়ূন আহমেদের নির্মাণ সম্পর্কে ধারণা ছিল। এবার প্রথমবার নুহাশ হুমায়ূনের সঙ্গে কাজ করলেন। ভেবেছিলেন, সন্তানের মধ্যে বাবার কাজের ছাপ থাকবে। ‘কিন্তু নুহাশের কাজের সঙ্গে কারও কোনো মিল নেই। শূটিংয়ে তার কাজের ধরনই আলাদা। ও এত ছোট কিন্তু কাজের জায়গায় তার অনেক ভালো জানাশোনা। কোনো দৃশ্য থেকে কী চায়, সেটা বোঝাতে পারে। নুহাশ ওর মতো করেই স্বতন্ত্র হয়ে বেড়ে উঠছে। ওর সব কাজেই নিজস্বতার ছাপ থাকে,’ বলেন শিমু। গত মাসেই ঘোষণা করা হয় ২ষ-এর মুক্তির তারিখ। সেখানে প্রতিটি পর্ব থেকে সবার ছবি নিয়ে তৈরি হয় পোস্টার। কিন্তু শিমুর কোনো ছবি তাতে ছিল না। দেখে শিমুর মন খারাপ হয়েছিল। ধরে নিয়েছিলেন, তাকে হয়তো বাদ দিয়েছে। মুক্তির আগে আলাদা করে প্রমোশন করায় তাই অবাক হন এই অভিনেত্রী। ট্রেলার প্রকাশের পর কোটি ছাড়িয়ে যায় ভিউ। যা তাকে অবাক করে, ‘আমি পরে বুঝতে পেরেছি, বিরতির পর ফেরার কারণে আলাদা একটা চমক রেখেছিল প্রযোজনা প্রতিষ্ঠান। সিরিজটি মুক্তির পর অসাধারণ রেসপন্স পেয়েছি। সবাই ওয়েলকাম করছে। এটা ভালো লাগছে,’ বলেন শিমু।
নাটক দিয়েই ভক্তদের কাছে পরিচিত শিমু। কিন্তু বর্তমান নাটক দেখে অনেকটাই হতাশ। নাটকে ফেরার আগ্রহও তাই কম। তবে ভালো গল্প আর চরিত্র হলে অভিনয় করতে আপত্তি নেই। শিমু বলেন, ‘নাটকে কতটুকু অভিনয়ের সুযোগ থাকবে, জানি না। কিন্তু এখন ওটিটিতে আলাদা গল্পের কাজ হচ্ছে। ফিল্ম হচ্ছে। সেখানে অভিনয়ের সুযোগ আছে। আগের মতো হয়তো ২৫ দিন অভিনয় করতে পারব না। তবে চরিত্রের গুরুত্ব আছে, আমাকে মানাবে, এমন গল্প এলে কাজ করব।’