ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

কোন যন্ত্রণা শাহরুখের মনে?

সংস্কৃতি ডেস্ক :

প্রকাশিত: ১৪:০৫, ৮ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৪:০৬, ৮ ডিসেম্বর ২০২৪

কোন যন্ত্রণা শাহরুখের মনে?

শাহরুখ খান।

সারা বিশ্বের অনুরাগীদের কাছে তিনি শাহরুখ খান। বলিউডের ‘কিং’। কিন্তু যন্ত্রণা তো রাজার মনেও থাকে। সেই যন্ত্রণার গল্প বললেন শাহরুখ। নিজেকে একপ্রকার অনাথই মনে করেন বলিউড বাদশা। কেন? জানালেন সাক্ষাৎকারে। আগামী ২০ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। দুই ছেলে আরিয়ান-আব্রামের সঙ্গে এই সিনেমার হিন্দি ভার্সানে কণ্ঠ দিয়েছেন শাহরুখ। সেই সংক্রান্ত সাক্ষাৎকার দিতে গিয়েই নিজের জীবনের যন্ত্রণার কথা জানান তিনি। সুপারস্টার বলেন, যদি নম্রভাবে না বলি তাহলে বলতেই পারি যে আমার গল্পও খানিকটা এমন (মুফাসার মতো)। মানিয়ে যায়।

টেকনিক্যালি বললে, যাঁর বাবা-মা নেই তিনি অনাথ। আমি খুব অল্প বয়সে বাবা-মাকে হারিয়েছি আমিও একপ্রকার অনাথই, কিছুটা বলা যেতে পারে। নিজের এই সাক্ষাৎকারে বহিরাগত হিসেবে বলিউডের সংগ্রামের কথাও জানান শাহরুখ। বলেন, আমার পরিবারের কেউ কখনও সিনেমা জগতে ছিল না। আমি দিল্লি থেকে মু্ম্বইয়ে এসেছি, তাই আমি বহিরাগত। এটাও তো একটা কিংয়ের গল্প। তাই, হ্যাঁ, আমি রাজা। বড়দিনের ঠিক আগেই সিনেমা হলে আসছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। ছবিতে শাহরুখ মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছেন। আরিয়ান প্রাপ্তবয়স্ক সিম্বার চরিত্রের জন্য ভয়েস রেকর্ড করেছেন। আর আব্রামের কণ্ঠ শোনা যাবে ছোট সিম্বার চরিত্রে। রফিকির চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছেন মকরন্দ দেশপাণ্ডে। সঞ্জয় মিশ্র ও শ্রেয়স তলপড়ের কণ্ঠ শোনা যাবে পুম্বা ও টিমোন হিসেবে। এর আগে ‘দ্য লায়ন কিং’ ছবিতে বড় ছেলে আরিয়ান খানের সঙ্গে শাহরুখ খান নেপথ্য কণ্ঠ দিয়েছিলেন। এবারে আব্রামও তাঁর সঙ্গী হওয়ায় খুশি অনুরাগীরা।
 

গৌতম/ আর কে

×