ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

কেয়া কেন পার্লার দিতে চায়?

প্রকাশিত: ২৩:৫৭, ৫ ডিসেম্বর ২০২৪

কেয়া কেন পার্লার দিতে চায়?

কেয়া পায়েল। ছবি: সংগৃহীত।

এই প্রজন্মের জনপ্রিয় মডেল-অভিনেত্রী কেয়া পায়েল একাধারে অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ছোট পর্দার আলোচিত ও সফল অভিনেত্রী কেয়া পায়েল সবসময়ই কাজের চাপে ভারাক্রান্ত থাকেন। তবে অভিনয়ের পাশাপাশি এবার নতুন এক দিক খুঁজে বের করতে যাচ্ছেন তিনি। ব্যবসায় নাম লেখাতে চলেছেন কেয়া, খুলছেন নারীদের জন্য একটি আধুনিক বিউটি পার্লার, যেখানে থাকবে সব ধরনের আধুনিক সেবা।

একটি সাক্ষাৎকারে কেয়াকে জিজ্ঞেস করা হয়, এত কিছু থাকতে আপনি কেন পার্লার দিতে চাচ্ছেন? উত্তরে পায়েল জানান, "নিজের সাজগোজে আমি খুবই যত্নশীল, তাই ভাবলাম, কেন না নিজের একটি পার্লার শুরু করি। এতে আমি শুধু ব্যবসা করতে পারব না, বরং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে এবং তাদের সঠিক সৌন্দর্য সেবা দিতে পারব। আর সবচেয়ে বড় কথা, এখানে সঠিক, অথেনটিক প্রোডাক্ট ব্যবহার হবে, যা সবসময় বিশ্বাসযোগ্য।"

কেয়া আরও বলেন, "অভিনয়ে আমি খুবই ব্যস্ত সময় পার করছি, যা সবকিছুই দর্শকদের ভালোবাসার জন্য। তবে, এই ব্যস্ততার মধ্যেও আমি মেকওভার অ্যান্ড স্যালুন ব্যবসায় নাম লেখাচ্ছি, কারণ আমি চেয়েছিলাম অভিনয়ের পাশাপাশি আমার আরও একটি পরিচয় তৈরি করতে। এর সঙ্গে নারীদের সৌন্দর্য ও মেকআপের প্রতি আমার আগ্রহও রয়েছে।"

কেয়া পায়েল জানান, এই উদ্যোগ তার আগেই ছিল, তবে শুটিংয়ের ব্যস্ততার কারণে তা শুরু করা সম্ভব হয়নি। এবার ঈদের পর কিছুটা বিরতি নিয়ে তার প্রতিষ্ঠানটি চালু করছেন। বর্তমানে তার হাতে বেশ কিছু নাটকের কাজ রয়েছে, যেগুলোর শুটিং শিগগিরই শুরু হবে। কেয়া বলেন, "আমি সবসময় ভালো এবং মানসম্মত গল্পের নাটকে কাজ করার চেষ্টা করি। পরিচালকদের প্রতি আমি কৃতজ্ঞ, তারা আমাকে আমার পছন্দসই কাজ করার সুযোগ দেন। আর দর্শকদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ, তাদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়।"

নুসরাত

×