ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বর্তমানে শীর্ষ ৫ ভারতীয় সিরিয়াল

প্রকাশিত: ২২:০১, ৫ ডিসেম্বর ২০২৪

বর্তমানে শীর্ষ ৫ ভারতীয় সিরিয়াল

ছবি: সংগৃহীত।

বেশ কয়েক সপ্তাহ ধরে শীর্ষস্থান দখল করে রেখেছিল ‘ফুলকি’। তবে, এবার সেই স্থান ছিনিয়ে নিয়েছে ‘কথা’। এভি এবং কথার দারুণ জুটিটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে, যার প্রভাব স্পষ্টভাবেই পড়েছে টিআরপি নম্বরে।

চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ‘কোন গোপনে মন ভেসেছে’, যার প্রাপ্ত নম্বর ৭.১। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে দুটি ধারাবাহিক—‘গীতা এলএলবি’ এবং ‘পরিণীতা’, যার প্রত্যেকটির প্রাপ্ত নম্বর ৭।

তবে চলতি সপ্তাহে তৃতীয় স্থান নিয়ে চলে এসেছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। ৬.৯ নম্বর পেয়ে একসাথে তৃতীয় স্থানে রয়েছে তিনটি ধারাবাহিক—‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’ এবং ‘উড়ান’। পঞ্চম স্থানে ৬.৬ নম্বর পেয়ে রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’।

এছাড়াও, টিআরপি তালিকায় স্থান করে নিয়েছে ‘আনন্দী’ এবং ‘রোশনাই’। ‘আনন্দী’ পেয়েছে ৬.৪ নম্বর, আর ‘রোশনাই’-এর প্রাপ্ত নম্বর ৬.২। তবে, উল্লেখযোগ্য যে বড় স্টারকাস্টের ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’ সম্প্রতি শুরু হয়েছে, আর সেই কারণে এই সপ্তাহে তারা টিআরপি তালিকায় জায়গা পায়নি।

এবার দেখার, ভবিষ্যতে টিআরপি তালিকায় আরও কেমন ওঠাপড়া ঘটে এবং কোন ধারাবাহিক শীর্ষস্থানে পৌঁছায়।

নুসরাত

×