ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

শূটিং ফ্লোরে দুর্ঘটনার শিকার লহমা

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ১৪ নভেম্বর ২০২৪

শূটিং ফ্লোরে দুর্ঘটনার শিকার লহমা

টালিউড অভিনেত্রী লহমা ভট্টাচার্য। শূটিং ফ্লোরে দুর্ঘটনার কবলে পড়লেন এই অভিনেত্রী। হাসপাতালের বিছানায় শুয়েই সামাজিক মাধ্যমে নিজের পরিস্থিতি তুলে ধরেন অভিনেত্রী। সেখান থেকে ছবি তুলে ভাগ করে নেন অনুরাগীদের মাঝে। ছবিতে দেখা যায়, স্যালাইন চলছে অভিনেত্রীর শরীরে। লিখেছেন, শূটিংয়ের দিনটা অন্যভাবে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ঘটল অন্যরকম। দুর্ঘটনা তো ঘটতেই পারে। অস্ত্রোপচার হয়েছে। তবে আমাকে শক্ত থাকতে হবে।
মঙ্গলবার ‘চালচিত্র’ ছবির একটি বিশেষ গানের শূটিং করছিলেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। এই গানে ছিলেন ছবির দুই অভিনেতা টোটা রায় চৌধুরী এবং শান্তনু মহেশ্বরী। এই গানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন লহমা। অভিনেত্রী জানিয়েছেন, শূটিং ফ্লোরে নাচার সময় চাপ পড়ে তার ডান পায়ের আঙুলে, নখ ভেঙে মাংসের মধ্যে ঢুকে যায়। এরপর সোজা চলে যান হাসপাতালে। অস্ত্রোপচার করা হয়। অভিনেত্রী এ ও জানালেন, বৃহস্পতিবারই অভিনেত্রীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। জিতের ‘রাবণ’ ছবি থেকেই টালিউডে পা রাখেন লহমা। এরপর পরমব্রত ও আবিরের সঙ্গে তাকে দেখা গেছে ‘বিয়ে বিভ্রাট’ ছবিতে। প্রথম ছবি থেকেই টালিপাড়ার নজর কেড়েছেন লহমা।

×