ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

নতুন সিনেমায় শিরিন শিলা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৫, ১১ নভেম্বর ২০২৪; আপডেট: ২১:২৬, ১১ নভেম্বর ২০২৪

নতুন সিনেমায় শিরিন শিলা

শিরিন শিলা

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শিরিন শিলা। সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত সিনেমা ‘জিম্মি’। এতে ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ। নতুন আরেকটি সিনেমায় থাকছেন নায়িকা শিরিন শিলা। সেটি হতে যাচ্ছে শিলা অভিনীত প্রথম সরকারি অনুদানের সিনেমা। শিলা বলেন, সরকারি অনুদানের একটি সিনেমা। এ ছাড়াও বেশ কয়েকটি সিনেমা নিয়ে আলোচনা চলছে। এ বছরটা তো চলেই যাচ্ছে, আশা করছি সামনের বছর নতুন কাজ শুরু করতে পারব। যদিও অনুদানের সিনেমাটি নিয়ে কিছু বলতে রাজি হননি শিরিন শিলা। চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ২০২২-২৩ অর্থবছরে ‘নীল আকাশে পাখি উড়ে’ নামের একটি সিনেমায় যুক্ত হচ্ছেন শিলা। সিনেমাটির জন্য প্রযোজক ও পরিচালক হিসেবে অনুদান পেয়েছেন কণ্ঠশিল্পী এস ডি রুবেল। এর আগেও তিনি সরকারের অনুদান নিয়ে সিনেমা নির্মাণ করেছেন।
এদিকে ছয় বছর প্রেমের পর সম্প্রতি বিয়ে করেছেন ঢালিউড অভিনেত্রী শিরিন শিলা। গত ১০ অক্টোবর রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ছিল তাদের ঘরোয়া বিয়ের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে নতুন বরের সঙ্গে শিলাকে অবকাশ যাপনে দেখা গেছে কক্সবাজারে। অনেকেই ভেবেছিলেন, কক্সবাজারেই হানিমুন করে ফিরবেন এই অভিনেত্রী। তবে অভিনেত্রী জানালেন, ওই ভ্রমণ হানিমুন নয়! তবে কি পূর্ণ চাঁদের রাত পাননি তারা? শিরিন শিলা জানান, হানিমুনের উদ্দেশে শীঘ্রই দেশের বাইরে যাবেন তারা। তবে তার আগে বাকি রয়েছে আরও কিছু কাজ। স্বামী সাজিলকে নিয়ে হানিমুন প্রসঙ্গে গণমাধ্যমে শিরিন শিলা বলেন, কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম, হানিমুন নয়। বিয়েতে উপহার হিসেবে একটা ট্যুর প্যাকেজ পেয়েছিলাম। সেটাই উপভোগ করলাম। হানিমুনে যাওয়ার আগে কাজ আছে। বছরের শেষে বা আগামী বছরের শুরুতে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। তারপর হানিমুন করতে আমরা মালদ্বীপ যাব।
২০১৮ সালে শিরিন শিলা ও আবিদুল মহায়মীন সাজিলের পরিচয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পেশায় একজন ফার্মাসিস্ট। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার। ছয় বছর পর দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন দুজন।

×