ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রাহায়ণ ১৪৩১

মা হচ্ছেন আথিয়া, নানা সুনীল

প্রকাশিত: ০৯:৫৮, ৯ নভেম্বর ২০২৪

মা হচ্ছেন আথিয়া, নানা সুনীল

মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী, সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি। ছবি : সংগৃহীত

মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী, সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি। ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল ও আথিয়া দম্পতির এটি প্রথম সন্তান। শুক্রবার (৮ নভেম্বর) ইনস্টাগ্রাম পোস্টে এ ঘোষণা দেন আথিয়া।

শিশুর পদচিহ্নের ছবি দিয়ে যৌথ বিবৃতিতে আথিয়া-লোকেশ লেখেন, ‘খুব শিগগির আমাদের চমৎকার আশীর্বাদ আসছে, ২০২৫।’

এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি। নেটিজেনদের পাশাপাশি আথিয়ার সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। সুনীল শেঠিও অভিবাদন জানিয়েছেন কন্যাকে। তা ছাড়াও সোনাক্ষী সিনহা, অর্জুন কাপুর, এষা গুপ্তা, শিবানি আখতারসহ অনেকে অভিনন্দন জানিয়েছেন।

আর কে

×