ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

ব্যস্ত সময় পার করছেন দীপা খন্দকার

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:১১, ৮ নভেম্বর ২০২৪

ব্যস্ত সময় পার করছেন দীপা খন্দকার

.

 অভিনয় জীবনের রজতজয়ন্তী পার করেছেন দীপা খন্দকার। এখনো তিনি নিয়মিত টিভি নাটকে অভিনয় করছেন, বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন, সিনেমাতে অভিনয় করছেন আবার উপস্থাপনাও করছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’-এ একজন আলোচক হিসেবে অংশ নিয়েছেন। বিটিভিতে প্রচারের জন্য নির্মিত এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌসী। এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে ভীষণ ভালো লেগেছে দীপা খন্দকারের। দীপা খন্দকার বলেন, আগের মতো পুরো ইন্ডাস্ট্রিতেই কাজের গতি নেই। তার পরও আমি টুকটাক কাজ করছি। তবে প্রত্যাশা এটাই- যে দ্রুত আমাদের মিডিয়াতে কাজের গতি ফিরে আসুক। অনেক শিল্পীই ঘরে এসে সময় পার করছেন। এই সময়টা পেরিয়ে সবাই কাজে ফিরুক, এমনটাই চাওয়া। আর একজন শিল্পী হিসেবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকেই আমি বিটিভিতে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক
কার্যক্রমে একজন আলোচক হিসেবে অংশগ্রহণ করেছি। আমার খুব ভালো লেগেছে এই ধরনের অনুষ্ঠানে একজন আলোচক হিসেবে অংশগ্রহণ করতে পেরে। যেহেতু আমি নিজে একজন মা, নিজে একজন গৃহিণী। তাই আমার দৃষ্টিকোণ থেকে যেসব বিষয় আলোচনা করা জরুরি, আমি ঠিক তাই করার চেষ্টা করেছি। অনুষ্ঠানটি শীঘ্রই বিটিভিতে প্রচার হবে। এদিকে দীপা খন্দকার আবুল হায়াতের গ্রন্থ ‘রবির পথ’ অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন।

×