ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

এক পলক দেখতে ৯৫ দিন অপেক্ষা!

প্রকাশিত: ১৭:১৮, ২ নভেম্বর ২০২৪

এক পলক দেখতে ৯৫ দিন অপেক্ষা!

শাহরুখ খান।

আজ ৫৯-এ পা রাখলেন বলিউডের কিং খান শাহরুখ খান। তার জন্মদিন উপলক্ষে অসংখ্য ভক্ত মুম্বাইয়ের মান্নাতের বাইরে জড়ো হয়েছেন। ভক্তদের কত রকমের পাগলামী দেখা যায় প্রিয় তারকার জন্য। এবার অদ্ভুত এক ঘটনা ঘটিয়েছে শাহরুখ খানের এক ভক্ত।ভারতের ঝাড়খণ্ড রাজ্য থেকে আসা এক ভক্ত, যিনি গত ৯৫ দিন ধরে মান্নাতের সামনে অপেক্ষা করছেন শাহরুখের সঙ্গে দেখা করার আশায়।

 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে শাহরুখের প্রতি তার ভালোবাসার কারণে গ্রামের কম্পিউটার সেন্টার বন্ধ করে মুম্বাই এসেছেন এবং খান সাহেবের সাথে দেখা না হওয়া পর্যন্ত বাড়িতে ফিরবেন না বলেও জানান তিনি।

শাহরুখ কেন তার সঙ্গে দেখা করবেন? প্রশ্নের জবাবে ওই ভক্ত বলেন, ‘শাহরুখ স্যারের সাথে দেখা না হওয়া পর্যন্ত বাড়িতে ফিরে যাবো না। ৯৫ দিন ধরে কাজ বন্ধ থাকায় আর্থিক ক্ষতি হচ্ছে, তবু অপেক্ষায় আছি।’

তিনি জানান, পরিবারের সদস্যরা তাকে উৎসাহ দিচ্ছেন এবং বলেছেন শাহরুখের সঙ্গে দেখা করে তবেই যেন বাড়ি ফিরি। 

সেই ভক্ত রাতে নিজের গাড়িতে ঘুমাচ্ছেন এবং হোটেলে খাওয়া-দাওয়া করছেন বলে জানা গেছে। তার পছন্দের সিনেমার তালিকায় আছে  ৯০-এর দশকের কয়লা, করণ অর্জুন, দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে এবং দিল তো পাগল হ্যায় এর মতো জনপ্রিয় সিনেমাগুলো। 

নতুন সিনেমা পাঠান ও জওয়ান প্রসঙ্গে তিনি বলেন, “নতুন সিনেমাগুলো ততটা আকর্ষণীয় মনে হয় না,”  তিনি শাহরুখের পুরনো সিনেমাগুলোর মহাভক্ত।

 

শিহাব উদ্দিন

×