ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সংগীতজ্ঞ সুজেয় শ্যাম অসুস্থ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৮, ১২ আগস্ট ২০২৪

সংগীতজ্ঞ সুজেয় শ্যাম অসুস্থ

সুজেয় শ্যাম

প্রায় দুই মাস ধরে শারীরিক নানা সমস্যা নিয়ে রাজধানীর শাহবাগের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর সংগীত পরিচালক ও কণ্ঠযোদ্ধা, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার-সংগীত পরিচালক সুজেয় শ্যাম। সোমবার সকালে যখন তার সঙ্গে কথা হয় তখন তার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছিল যে তার কথা বলতেও কষ্ট হচ্ছিল।

কোনো রকমভাবে তিনি জানালেন, একটি বায়োপসি রিপোর্ট আসার কথা। জানালেন তার হার্টেও সমস্যা রয়েছে। এ ছাড়া শারীরিক আরও নানা জটিলতা রয়েছে। সুজেয় শ্যাম বলেন, সত্যি বলতে কী শরীর এখন এতটাই দুর্বল যে কথা বলতেও খুব কষ্ট হয়। জানি না ঠিক কত দিনের মধ্যে সুস্থ হব বা আদৌ আর সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারব কী না। সবই আসলে ঈশ^রের কৃপা।

সবার কাছে প্রার্থনা কামনা করি যেন ঈশ^র আমাকে সুস্থ করে দেন। গান নিয়ে এখনো অনেক স্বপ্ন। আরও কিছু মনের মতো কাজ করে যেতে চাই। সর্বশেষ এই প্রজন্মের শিল্পীদের মধ্যে উদীয়মান গায়িকা তিন্নির জন্য বিটিভিতে একটি গান করেছিলাম। তার প্রতি আমার বিশেষ নির্দেশনা হচ্ছে সে যেন গানে অধ্যবসায়টা নিয়মিত বজায় রাখে। নিয়মিত চর্চায় থাকলে তার কণ্ঠটা আরও মধুর হবে, আরও সুরেলা হবে।

এই প্রজন্মের সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নির সৌভাগ্য হয়েছিল সুজেয় শ্যামের সুরে গান করার। তিন্নির কাছে এটা ছিল যেন অনেক বড় স্বপ্ন পূরণের মতোই।  অপূর্ব শর্মার লেখা ‘আমার স্বপ্নজুড়ে আছো তুমি আছো অন্তরে’Ñ এমন কথার গীতিকবিতার এই গানটিই গেয়েছিলেন তিন্নি। গানটির সুর করার পাশাপাশি মিউজিক অ্যারেঞ্জম্যান্টের কাজও করেছিলেন সুজেয় শ্যাম।

গত বছরের শেষ প্রান্তে তিন্নি এই গানে কণ্ঠ দেন, যা পরবর্তীতে বিটিভিতে প্রচারিত হয়েছিল। পরম শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে তিন্নি বলেন, সুজেয় শ্যাম বাংলাদেশের একজন অপরাজিত কণ্ঠযোদ্ধা। তার সুর করা অনেক দেশের গান এবং চলচ্চিত্রের গান টিভিসহ বিভিন্ন অনুষ্ঠানে গাওয়ার সুযোগ হয়েছে। তবে তার সুরে গান গাইতে পারবো এমনটা কোনোদিন কল্পনাও করিনি। গেল বছর আমার জীবনে এই সুযোগটি এলো।

বিটিভির একটি অনুষ্ঠানে স্যারের সুর করা গান গাইলাম। তিনি অনেক ধৈর্য নিয়ে আমাকে গানটি যথাযথভাবে তুলে দিয়েছিলেন। আমাকে অনেক আদর আর আশীর্বাদ করেছিলেন। এরই মধ্যে শুনতে পেলাম স্যার গুরুতর অসুস্থ। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন স্যারকে ধ্রুত সুস্থ করে দেন। তিনি আবারও যেন আমাদের মাঝে ফিরে আসেন। আবার যেন আমরা তার সুরে গান গাইতে পারি, আমাদের সংগীত জীবনকে সমৃদ্ধ করতে পারি।

×