ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

পরিস্থিতি স্বাভাবিক হলে শূটিংয়ে ফিরবেন শাবনূর

​​​​​​​সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮, ৪ আগস্ট ২০২৪

পরিস্থিতি স্বাভাবিক হলে শূটিংয়ে ফিরবেন শাবনূর

.

দীর্ঘদিন সিনেমা থেকে দূরে ছিলেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তিনি এখন অস্ট্রেলিয়াতে প্রবাস জীবনযপান করছেন।রঙ্গনানামের নতুন সিনেমা দিয়ে ফিরছেন শাবনূর। গেল ১৪ এপ্রিল থেকে শূটিং শুরু হয়। বাকি অংশের শূটিং হওয়ার কথা ছিল আগস্ট থেকে। দেশের চলমান পরিস্থিতির কারণে এখনো দেশেই ফিরতে পারেননি অভিনেত্রী। তাই শূটিং পেছালেন শাবনূর।

তবে দেশে ফিরতে না পারলেও নিয়মিত দেশের খোঁজ রাখছেন বলে জানান এই অভিনেত্রী। এর আগে শোনা গিয়েছিল, ভালো চিত্রনাট্যের আশায় ছিলেন তিনি। তবে নায়িকার অপেক্ষা ফুরিয়েছে। জন্যইরঙ্গনানামের নতুন সিনেমা দিয়ে আবার পর্দায় ফিরছেন। অস্ট্রেলিয়া থেকে শাবনূর বলেন, এখন শূটিং করার অবস্থায় আমরা কেউ নেই।

দেশের এই পরিস্থিতিতে কেউই শূটিং করতে চাইবেন না। আমি সব সময় দেশের খবর রাখছি। সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরব। তারপর শূটিংয়ের জন্য নতুন করে সিডিউল করব।রঙ্গনাপরিচালনা করেছেন আরাফাত হোসাইন। নারীকেন্দ্রিক গল্পে সিনেমাটি নির্মিত হবে।রঙ্গনাসিনেমায় গান থাকবে তিনটি। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল।

×