
রাকুলপ্রীত সিংয়
বিয়ের পর থেকে যেন শান্তি নেই বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিংয়ের। একের পর এক ঘটনা ঘটে চলেছে। কিছু দিন আগেও অভিনেত্রীর শ্বশুর তথা বলিউড প্রযোজক বাসু ভাগনানির কোটি কোটি টাকা ধার-দেনার খবর প্রকাশ্যে এসেছিল। সেটির রেশ না কাটতেই নতুন বিপাকে পড়লেন অভিনেত্রী। এবার মাদককা-ে জড়িত থাকার অভিযোগে সোমবার গ্রেপ্তার হলেন তার ভাই। অভিনেত্রীর ভাই আমানপ্রীত সিংকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ।
সাইবরাবাদ পুলিশ ও রাজেন্দ্রনগর এসওটি পুলিশের যৌথ অভিযানের পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো মাদক মামলায় আমানপ্রীতকে গ্রেপ্তার করেছে বলে খবর। জানা যায়, ২.৬ কেজি কোকেন হায়দরাবাদে পাচার করা হয়েছে। এমনই খবর ছিল তদন্তকারী অফিসারদের কাছে। সেই তথ্য তালাশ করতে গিয়েই প্রায় ৩০ জন ক্রেতার তালিকা তৈরি করা হয়। পুলিশ সূত্রে খবর, এই ক্রেতাদের মধ্যে থেকে পাঁচজনের তালিকা তৈরি করা হয়। এই তালিকাতেই অমানপ্রীতের নাম ছিল।
পাঁচজনকেই থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে টেস্টিং কিট দিয়ে তাদের মূত্র পরীক্ষা করা হয়। তাতে মাদক পাওয়া যায়। এর পরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় বলে জানা যায়। উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই মুম্বাইয়ের মাদক চক্রের পর্দা ফাঁস করতে উদ্যোগী হয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
সেই সময় রাকুলপ্রীতের নামও এই বিষয়ে জড়িয়েছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে অভিনেত্রীকে সমনও পাঠানো হয়েছিল। যদিও পুরো বিষয়টিকে ভুয়া এবং তাতে তার সম্মানহানি হচ্ছে বলেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু এবারে ভাইকে নিয়ে বেশ বিপাকে পড়লেন নায়িকা। তাও আবার আম্বানিদের অনুষ্ঠানে সেজেগুজে যাওয়ার পরের দিনই।