দীপিকা পাড়ুকোন
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আগামীতে তাকে দেখা যাবে প্রভাসের সঙ্গে ‘২৮৯৮ এডি’তে ও ‘সিংঘম এগেইন’ ছবিতে। অন্যদিকে ‘সিংঘম এগেইন’-এ অভিনয় করবেন রণবীর সিং। এর পাশাপাশি ‘ডন থ্রি’তে থাকছেন রণবীর। এদিকে মা হতে চলছেন এ অভিনেত্রী। আগামী সেপ্টেম্বরে প্রথম সন্তানের প্রত্যাশা করছেন দীপবীর।
ফেব্রুয়ারিতে দীপিকা ও রণবীর দীপিকা অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন। তবে সম্প্রতি দীপিকাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছেন, নায়িকা নাকি অন্তঃসত্ত্বা নন! তার বেবি বাম্প ‘নকল’। লোকসভা নির্বাচনে ভোট দিতে প্রকাশ্যে এসেছিলেন রণবীর ঘরণী। এর পরে তিনি তীব্র ট্রোলিংয়ের মুখোমুখি হলেন। সেদিন সাদা ঢলা টি-শার্টেও দীপিকার স্ফিতোদর ছিল স্পষ্ট।
কিন্তু তার শরীরের অন্য অংশে কোনো মেদ নজরে আসেনি। সেই দেখেই অভিনত্রীকে ট্রোল করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। দীপিকার হাঁটাচলাও নাকি মোটেই প্রেগন্যান্ট মহিলাদের মতো নয়, বলে মত একাংশের।