দীনেশ ফাদনিস
ভারতের তুমুল জনপ্রিয় সিরিজ ‘সিআইডি’খ্যাত অভিনেতা দীনেশ ফাদনিস (ফ্রেডরিক্স) আর নেই। সোমবার রাত ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫৭ বছর। কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়ায় মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় দীনেশকে। তারপর থেকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাকে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
১৯৯৮ সালে সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে সিআইডি সিরিয়ালের সফর শুরু হয়। কুড়ি বছর ছোট পর্দার এই সফর জারি থাকে। দেশের সবচেয়ে বেশি সময় ধরে চলা টেলিভিশন সিরিজের তকমা পায় তদন্তমূলক এই ধারাবাহিক। এসিপি প্রদ্যু¤œ, দয়ার পাশাপাশি ফ্রেডরিক্সের চরিত্রও বেশ জনপ্রিয় হয়। সিআইডি ছাড়াও ‘তারক মেহতা কা উলটা চশমা’ সিরিয়ালে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন দীনেশ। ‘সরফরোশ’, ‘সুপার ৩০’-এর মতো সিনেমাতেও দেখা গিয়েছে তাকে। সোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় ছিলেন ৫৭ বছরের অভিনেতা।