জয়া আহসান
ফের অনিরুদ্ধ রায় চৌধুরীর সিনেমায় কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এমনটা নির্মাতা নিজেই জানালেন স্পষ্ট ভাষায়। এ নির্মাতার হাত ধরেই জয়ার বলিউডে অভিষেক হচ্ছে। মুক্তির অপেক্ষায় আছে এ নির্মাতার ‘কড়ক সিং’। এতে বলিউডের তুখোড় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কাজ করেছেন ঢাকার মেয়ে জয়া।
ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া আহসানকে নিয়ে নতুন পরিকল্পনার কথা শেয়ার করেন এই নির্মাতা। তিনি জানান, ‘তার আগামী দুটি ছবিই হতে যাচ্ছে বাংলায়। এর মধ্যে প্রথমেই হাত দিচ্ছেন ‘ডিয়ার মা’ নামের একটি প্রজেক্টে, যেটা নতুন বছরের ফেব্রুয়ারি-মার্চেই ফ্লোরে গড়াবে। আমার সঙ্গে শাক্যজিৎ ভট্টাচার্য চিত্রনাট্য লিখেছেন। এর বেশি এখনই কিছু বলতে চাইছি না। আর আমার ইচ্ছে শাশ্বত চ্যাটার্জী ও জয়া আহসানকে নিয়ে ছবিটা করার। ওদের সঙ্গে কথাও হয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি।’ তিনি আরও জানান, ‘সব কিছু ঠিক থাকলে ছবিতে শাশ্বত ও জয়াকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে।
এ ছাড়া গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে থাকবেন দুজন শিশুশিল্পী। সেসব কাস্টিংয়ের প্রক্রিয়া এখনো চলমান।’ অনিরুদ্ধ রায় চৌধুরী ২০০৬ সাল থেকে টালিউডে ছবি বানাচ্ছেন। ‘অন্তহীন’, ‘বুনো হাঁস’-এর মতো বাংলা ছবিতে মুগ্ধ করেছেন। আর বলিউডে তার খ্যাতি ‘পিঙ্ক’ দিয়ে। এ ছাড়া চলতি বছর ‘লস্ট’ নামের একটি ছবি বানিয়েও তাক লাগিয়েছেন। ৭ ডিসেম্বর আসছে ‘কড়ক সিং’ ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে।